ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাঁকখালী মোহনায় স্পীডবোট ডুবি, যাত্রীরা উদ্ধার

শাহেদ মিজান, কক্সবাজার :
প্রবল ঢেউয়ের কবলে পড়ে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের বাঁকখালী মোহনায় একটি স্পীডবোট ডুবে গেছে। তবে যাত্রীদের ক্ষতি হয়নি। তাদেরকে উদ্ধার করা হয়েছে। রোববার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী ঘাটে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিক উদ্দীন জানান, নয়জন যাত্রী নিয়ে মহেশখালী ঘাট থেকে একটি স্পীডবোট কক্সবাজার যায়। কিন্তু বাঁকখালী মোহনায় গেলে প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোট টি উল্টে গিয়ে ডুবে যায়। এতে চালকসহ সব যাত্রী সাগরে পড়ে যায়। তবে আশেপাশে থাকা অন্য বোট এসে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। এতে কোনো হতাহত হয়নি।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম সিবিএনকে জানান, সব যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়েছে। তাই তাদের কোনো ক্ষতি হয়নি। আবহাওয়া এখনো দুর্যোগপূর্ণ থাকায় সব ধরণের বোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

পাঠকের মতামত: