ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদগাঁহতে ডাম্পার চাপায় শিশু নিহত

সেলিম উদ্দীন, ঈদগাঁহ :: কক্সবাজার সদরের ঈদগাঁহতে বোনের বিয়েতে এসে লাশ হয়ে ফিরল মোঃ শাহিন বাবু (৭) নামের এক শিশু। বেপরোয়া ডাম্পার কেড়ে নিল জলন্ত প্রদীপ। ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দুপুর বার টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মহাসড়কের নুর এ কমিউনিটি সেটারের সামনে। সে ঈদগাঁহ দক্ষিন মেহের ঘোনা এলাকার ছেহের আলমের ছেলে বলে জানা গেছে। ঘাতক ডাম্পারও চালককে আটক করেছে স্থানীয়রা। প্রতিবাদে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করেন স্থানীয় জনতা। যার ফলে উভয় পাশ থেকে আসা হাজার হাজার যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে এক সপ্তাহের মধ্যে স্পীড ব্রেকার করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শিশু বাবু পাশ্ববর্তী নুর এ কমিউনিটি সেন্টারে তার জেঠাত বোনের বিয়ের খাবার খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী একটি ডাম্পার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে চালক ও ডাম্পারটি জব্দ করে। তাৎক্ষনিক ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

পাঠকের মতামত: