ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে গুড়িয়ে দেওয়া হচ্ছে নালার উপর স্থাপিত অবৈধ স্থাপনা

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজার শহরের নূরপাড়ায় পৌরসভার নালা দখল করে নির্মিত বসতবাড়ি’র অংশ সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নুরপাড়া এলাকায় নিবার্হী ম্যাজিষ্ট্রেট তানভীর আহমদের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযান পরিচালনাকারী নিবার্হী ম্যাজিষ্ট্রেট জানান, পৌরসভার নালার উপর দখলবাজদের অবৈধ স্থাপনা তৈরীর কারণে পৌরসভার নালা দখলের পাশাপাশি পানি নিষ্কাসনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই দখলবাজদের অন্তত ১০ বার নির্দেশ দেওয়া হয়েছে নালার উপর থেকে স্থাপনা সরিয়ে ফেলতে।

কিন্তু তারা এই নির্দেশকে অমান্য করেছেন। তাই জেলা প্রশাসকের নির্দেশে নালার উপর স্থাপিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করে আনসার ব্যাটালিয়নের একটি টিম।

অভিযান পরিচালনাকারী নিবার্হী ম্যাজিষ্ট্রেট জানান, প্রভাবশালীরা অবৈধভাবে পৌরসভার নালা দখল করে আছে। যার ফলে জলাবদ্ধতা সহ নানা ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: