ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দুর্যোগে জনগনের সুরক্ষা নিশ্চিতে মহড়া, প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে চকরিয়ায়

এম.জিয়াবুল হক, চকরিয়া :: রেড ক্রিসেন্ট সোসাইটি সিপিপির উদ্যোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার তৃণমূল জনগোষ্ঠির অংশগ্রহনে ঘুর্নিঝড় প্রস্তুতিমুলক মাঠ মহড়া গতকাল বুধবার সকালে বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএমচর ইউনিয়ন সিপিপি অনুষ্ঠানটি আয়োজন করেন। বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সিপিবির সদস্য ও চকরিয়া ফায়ার সার্ভিসের সদশ্যদের পরিবেশনায় নাটকের মাধ্যমে ঘুর্নিঝড়ের প্রস্তুতি ও করনীয় সম্পকে মহড়া অনুষ্ঠিত হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিপিপি চকরিয়া উপজেলার টিম ডিলার মো. আলহাজ নুরুল আবছার এর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত মাঠ মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিপিপির চকরিয়া উপজেলার সহকারি পরিচালক মুনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, সিপিপি মহেশখালী উপজেলা টিম লিডার ওসমান গনী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিপিপির চকরিয়া উপজেলা ও বিএমচর ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেছেন, নির্বিচারে পাহাড় নিধন, পাথর উত্তোলন ও পুকুর জলাশয় ভরাট করে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারনে বর্তমানে জলবায়ুর বিরূপ প্রভাব বিস্তার করছে সর্বত্র। ফলে প্রাকৃতিক পরিবেশ চরম ঝুঁিকপুর্ণ অবস্থায় রয়েছে। এমনিতে বাংলাদেশে প্রতিবছর জলবায়ুর তান্ডবে হাজার হাজার পরিবার জানমালের ক্ষতির শিকার হচ্ছে। আমাদেরকে এ ধরণের ক্ষতি থেকে বাঁচতে হবে। সেইজন্য যার যার অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার দূযোর্গের ঝুকি মোকাবেলায় পরিকল্পিতভাবে কাজ করছেন। ইতোমধ্যে দুর্যোগ প্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। লাগানো হচ্ছে নানা প্রজাতির গাছ। এছাড়াও দূযোর্গে আক্রান্ত জনগনকে সরকারিভাবে সহায়তা দেয়া হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, দূর্যোগের সময় জনগনের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও দায়িত্বশীলসহ সবাইকে সজাগ ভুমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি স্পটে এব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। দুর্যোগের ঝুঁিক কমাতে আরো বেশি প্রশিক্ষন এবং মহড়ার মাধ্যমে সর্বসাধারণকে সচেতন করতে হবে।##

পাঠকের মতামত: